জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও ওসমানীনগর থানার শিমুলতলা (চাঁদহাটি) গ্রামের আবদুল খালেকের ছেলে দোলন মিয়া (২৭)।
জগন্নাথপুর থানার এএসআই তালেব আলী ও এএসআই সোহেলের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের ২৭ মে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮