জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ফসলডুবির ঘটনায় জেলাজুড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি ঢলের পানি ক্রমান্বয়ে বেড়েই চলছে। এতে ঝুঁকিতে পড়ছে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ। তাই সতর্ক অবস্থানে আছেন জেলার সকল উপজেলার মানুষ।
এরই ধারবাহিকতায় জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর সহ সকল হাওরের ফসল রক্ষায় জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল সোমবার জগন্নাথপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা কৃষি অফিসের তপন চন্দ্র শিল, ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমূখ।
ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলার নদ-নদীতে ঢলের পানি এসে গেছে। প্রতিদিন ক্রমান্বয়ে বাড়ছে পানি। এদিকে-এখনো পাকেনি জমির ধান। এমতাবস্থায় জমির ধান কৃষকদের ঘরে তুলতে করণীয় সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।