
মামুন মিঞা সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর
বাংলাদেশ প্রেসক্লাব, ফরিদপুর জেলা শাখার সভাপতি মরহুম কাওসার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ ২৭ মার্চ বৃহস্পতিবার ফরিদপুর পৌর মার্কেট জর্জ কোর্ট কম্পাউন্ড বিল্ডিং এর ৩য় তলায় বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লায়ন হায়দার খান, সভাপতি জেলা মডেল প্রেসক্লাব, ফরিদপুর ; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক- নূরুল হাবিব, জেলা প্রশাসন কর্মকর্তা- কুদ্দুস মিয়া, এছাড়াও বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিক, পেশাজীবী ও সুধীজনেরা । ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া। সভায় বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি মরহুম কাউসার রহমানের আত্মার মাগফেরাত ও তার জীবনের সার্বিক দিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন।
এছাড়াও সিয়াম সাধনার মাস এই মাহে রমজান তার তাৎপর্য তুলে ধরে বক্তরা বলেন- রোজা মানে সংযম, সংযম মানে ধৈয্য, জীবন চলার পথে সবাইকে সততা ও ধৈয্য সহকারে পথ চলতে হবে। প্রধান মেহমান তার বক্তব্যে বলেন- ন্যায়-সত্য ও তথ্যবহুল খবর তুলে ধরে সমাজকে বিভিন্ন অন্যায়-অনিয়মের হাত থেকে মুক্ত করতে হবে এছাড়াও তিনি মরহুম কাউসার রহমানের আত্মার মাগফেরাত কামনা করে তার আত্মীয়-স্বজন ও পরিবার পরিজনদের সমবেদনা প্রকাশ করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়ার মাহফিল শেষ হয়।