
শওকত আলম ,কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজারে ৫৩ তম জাতীয় স্কুল-মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। এতে ৩২টি ইভেন্টে জেলার ৯টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সোমবার -১০ জানুয়ারি- দিনব্যাপী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। জেলা শিক্ষা অফিসার-ভারপ্রাপ্ত-মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি ও অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক-নেজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,প্রতিবছরের চাইতে এবারের প্রতিযোগীতা সম্পুর্ণ ভিন্ন। এবার তারুণ্যের উৎসব উপলক্ষে প্রতিটি প্রতিষ্টানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন,যারা খেলাধুলা করে তাদের হৃদয় অনেক বড়। তারা অনেক বড় মনের অধিকারী হয়। যারা আজ অংশগ্রহণ করেছ কিন্তু বিজয়ী হতে পারনি তোমরা আগামীতে আরও ভালো করার জন্যে নিয়মিত অনুশীলন করবে। মনে রাখবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীন,জারাইলতলী হাইস্কুলের প্রধান শিক্ষব মোহাম্মদ হোসাইন মাতব্বর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,ক্রীড়া শিক্ষক,বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচরীবৃন্দ। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।