মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ৪০ কেজি গাজাসহ ডালিম হোসেন -৪০- নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি- মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
শুক্রবার -১১ অক্টোবর- রাত ৮ টায় পুঠিয়া থানার বানেশ্বর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে গাজাসহ ডালিম হোসেনকে গ্রেফতার করা হয়।
আটক আসামী পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়ার মৃত ইফ সুফ আলীর ছেলে। এ সময় মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক রাজিব হাসান মিলন এর বসতবাড়ির দক্ষিণে আম গাছের নিচে ২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা কালে একজনকে হাতে নাতে আটক করে এবং অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
আটক আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা- ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।