
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত তিনটি গরু উদ্ধার এবং দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভিটি কালমিনা গ্রামের বাবু মিয়ার বাড়ি থেকে ৩ টি গরু ও ২ জন চোর গ্রেফতার করা হয়। আটকৃতরা হলেন-দড়িচর গ্রামের শহর আলী (৫০), ভিটি কালমিনা গ্রামের মো. দুলাল মিয়া (৩৯)।
থানা সুত্রে জানা যায়, গত শনিবার রাতে হোমনা পৌরসভার বাগমারা গ্রামের জিয়াউদ্দিনের গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। কিন্ত অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে গত বুধবার গরু চোরীর ঘটনায় গরুর মালিক জিয়াউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিটি কালমিনা গ্রাম থেকে ২ জন চোরসহ ৩ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে ২ চোরসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের ১৬ জনকে গ্রফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ । এছাড়া গ্রেফতারকৃত আসামিদের মধ্যে জিআর মামলার ৪ জন, সিআর মামলার, ৫ জন জন ও জিআর রিকল ১ জন, সিআর কল ৩ জনসহ আরও অন্যান্য মামলায় মোট ১৪ জন আসামি গ্রেফতার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনটি গরু ও দুই চোরকে আটক করা হয়। এছাড়া আরো বিভিন্ন মামলায় ১৪ জনকে আটক করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।