Dhaka , Tuesday, 22 October 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রংপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ।। শরীয়তপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলে প্রাইভেট স্কুল, চাকুরি ছেড়ে দেওয়ায় হিসাব রক্ষকের নামে মামলা।। গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে  বিএনপির ২ নেতা কারাগারে।। সিলেটে দুটি পৃথক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।। বিনা লাভের বাজার চালু হলো নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।। হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।। ভুলতা হাইওয়ে পুলিশের নজরদারী নেই ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার।। নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান।। শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে গবেষণা উন্নয়ন কে গুরুত্ব দিতে হবে – চবি উপাচার্য।। হাটহাজারীতে বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ দোকানীকে গুনতে হলো জরিমানা।। চবি উপাচার্যের সাথে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রতিনিধির সাক্ষাৎ।। রূপগঞ্জ নাগরীর কালিরবাজার ও দ্বিগুবাবুর বাজারে অভিযান।। কালিয়াকৈরে আধুনিক মাছ চাষ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।। বাড়িতে পুলিশ দেখে ইয়াবা গিলেও রক্ষা পেল না মাদক কারবারি।। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীতে চলছে ইলিশ নিধন উৎসব- আনুষ্ঠানিকতায় ব্যস্ত জেলা মৎস্য কর্মকর্তা।। জলঢাকা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ নেতার মতবিনিময়।। তিতাস থানার মামলায় হোমনার দুই আ.লীগ নেতা গ্রেপ্তার।। তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।। নৈতিকতা ও মূল্যবোধ প্রসারে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য- ধর্ম উপদেষ্টা।। ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল।। ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত।। সদরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন।। পাইকগাছায় বিশ্ব হাতধোঁয়া দিবস পালিত।। লক্ষ্মীপুরে সম্পত্তির বিরোধে ভাইকে ফাঁসাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা।। দেড় মাসেও উদ্ধার হয়নি তিতাসের নিখোঁজ জান্নাত জীবিত বা মৃত সন্ধান চায় স্বজনরা পুলিশের ভূমিকায় রহস্য।। সদরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন।। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড।। পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদ্বোধন।। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর পবিপ্রবির আসন ৪৪৮ টি।। নগরীর বহদ্দারহাট গুলজার আবাসিক হোটেল থেকে বিবস্ত্র নারীর লাশ উদ্ধার।।

হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:31:15 am, Tuesday, 22 October 2024
  • 2 বার পড়া হয়েছে

হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম-প্রতিনিধি।।
   
   
ঈমান-আকিদাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ভিন্ন কোন রাজনৈতিক দল বা সংগঠনের সাথে ঐক্য বা এ জাতীয় কোন আলাপ-আলোচনার সুযোগ নেই। গঠনতান্ত্রিকভাবে হেফাজতের অরাজনৈতিক অবস্থানের উপর যে অঙ্গীকার রয়েছে, সেটাকে সর্বাত্মকভারবে বজায় রাখতে হবে।
একই সাথে দেওবন্দী পূর্বসুরী হক্কানী উলামায়ে কেরামসহ সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দের যে মতাদর্শিক অবস্থান- সেখান থেকেও হেফাজতে ইসলাম বিচ্যুত হবে না। হেফাজতে ইসলাম সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রেখে ঈমান-আকিদার সুরক্ষায় নাস্তিক্যবাদী চক্রের ইসলামবিদ্বেষী যেকোন ষড়যন্ত্র উৎখাতসহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারকে হুমকিমুক্ত রাখতে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে কাজ করে যাবে- ইনশাআল্লাহ।
সোমবার -২১ অক্টোবর- হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন- ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থার প্রসার ও অবাধ তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে নাস্তিক্যবাদী চক্র যখন ইসলামের বিরুদ্ধে বহুবিদ ষড়যন্ত্র শুরু করে এবং পুঁজিবাদী ষড়যন্ত্রে রাষ্ট্রীয়ভাবেও নানান অনৈসলামিক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়- এমন পরিস্থিতিতে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)এর উদ্যোগে ২০১০ সালের ১৯ জানুয়ারি উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। তখন প্রতিষ্ঠাতা মুরুব্বী আলেমগণ সর্বাবস্থায় এই সংগঠনকে অরাজনৈতিক- সামাজিক- অধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠনরূপে পরিচালনার উপর দৃঢ়তার সাথে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন- প্রতিষ্ঠাকালে শীর্ষ মুরুব্বী আলেমগণ আরো অঙ্গীকার করেন যে, এ সংগঠন আকাবিরে ওলামায়ে দেওবন্দের নীতি-আদর্শের ভিত্তিতে মহান আল্লাহর আনুগত্য- ইসলামের বিধি-নিষেধকে জাতীয় ও সামাজিক স্তরে সমুন্নত রাখার লক্ষ্যে পরিচালিত হবে। একই সাথে ঈমান-আক্বিদা, মুসলিম সভ্যতা-সংস্কৃতি -ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজতে দেশের মুসলমানদেরকে সচেতন করতে কাজ করে যাবে। পাশাপাশি ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন জারি রেখে যাবে। কোনো রাজনৈতিক লক্ষ্যে হেফাজতে ইসলামের কর্মসূচি পরিচালিত হবে না। কিন্তু রাজনৈতিক ইস্যুর আড়ালে ইসলামকে টার্গেট করা হলে হেফাজতে ইসলাম সর্বস্তরের মু’মিন- মুসলমান তথা নবীপ্রেমিক- ইসলামপ্রিয় জনতাকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে।
বিবৃতিতে আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) আরো বলেন- ঈমান-আকিদার হেফাজত এবং দেশের শান্তি-শৃঙ্খলা- সামাজিক সম্প্রীতি ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার স্বার্থেই ২০১৩ সালে হেফাজতে ইসলাম ঐতিহাসিক ১৩ দফা দাবি উত্থাপন করেছিল। হেফাজতের এসব দাবির প্রতি দলমত নির্বিশেষে দেশের গণমানুষের সমর্থন ও আস্থা লংমার্চ ও ঢাকা অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে বার বার প্রমাণিত হয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিবৃতির শেষ পর্যায়ে তিন বলেন- হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) প্রায় সবসময়ই বলতেন- -হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না- ক্ষমতার মসনদে বসবে না। হেফাজত ক্ষমতায় যেতে কারো সিঁড়ি হিসেবেও ব্যবহৃত হবে না। তবে হেফাজতের ঈমান-আকিদার নীতি-আদর্শকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার মসনদে থাকতেও পারবে না”। প্রতিষ্ঠাতা আমিরের এই দর্শন কঠোরভাবে অনুসরণ করে যেতে কোনরূপ ছাড় না দেওয়ার উপর সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দৃঢ় প্রত্যয় থাকা কর্তব্য। সংগঠনের ব্যানার ও পদবি ব্যবহার করে হেফাজতের এসব নীতি-দর্শন থেকে কোন নেতাকর্মীর বিচ্যুত হওয়ার সুযোগ নেই। তবে হেফাজতের পদ-পদবী- ব্যানার ও কর্মসূচির বাইরে যার যার পছন্দের বৈধ ক্রিয়াকলাপ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হেফাজত কাউকে বাধা দেয় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রংপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ।।

হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।।

আপডেট সময় : 04:31:15 am, Tuesday, 22 October 2024
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম-প্রতিনিধি।।
   
   
ঈমান-আকিদাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ভিন্ন কোন রাজনৈতিক দল বা সংগঠনের সাথে ঐক্য বা এ জাতীয় কোন আলাপ-আলোচনার সুযোগ নেই। গঠনতান্ত্রিকভাবে হেফাজতের অরাজনৈতিক অবস্থানের উপর যে অঙ্গীকার রয়েছে, সেটাকে সর্বাত্মকভারবে বজায় রাখতে হবে।
একই সাথে দেওবন্দী পূর্বসুরী হক্কানী উলামায়ে কেরামসহ সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দের যে মতাদর্শিক অবস্থান- সেখান থেকেও হেফাজতে ইসলাম বিচ্যুত হবে না। হেফাজতে ইসলাম সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রেখে ঈমান-আকিদার সুরক্ষায় নাস্তিক্যবাদী চক্রের ইসলামবিদ্বেষী যেকোন ষড়যন্ত্র উৎখাতসহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারকে হুমকিমুক্ত রাখতে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে কাজ করে যাবে- ইনশাআল্লাহ।
সোমবার -২১ অক্টোবর- হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন- ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থার প্রসার ও অবাধ তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে নাস্তিক্যবাদী চক্র যখন ইসলামের বিরুদ্ধে বহুবিদ ষড়যন্ত্র শুরু করে এবং পুঁজিবাদী ষড়যন্ত্রে রাষ্ট্রীয়ভাবেও নানান অনৈসলামিক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়- এমন পরিস্থিতিতে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)এর উদ্যোগে ২০১০ সালের ১৯ জানুয়ারি উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। তখন প্রতিষ্ঠাতা মুরুব্বী আলেমগণ সর্বাবস্থায় এই সংগঠনকে অরাজনৈতিক- সামাজিক- অধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠনরূপে পরিচালনার উপর দৃঢ়তার সাথে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন- প্রতিষ্ঠাকালে শীর্ষ মুরুব্বী আলেমগণ আরো অঙ্গীকার করেন যে, এ সংগঠন আকাবিরে ওলামায়ে দেওবন্দের নীতি-আদর্শের ভিত্তিতে মহান আল্লাহর আনুগত্য- ইসলামের বিধি-নিষেধকে জাতীয় ও সামাজিক স্তরে সমুন্নত রাখার লক্ষ্যে পরিচালিত হবে। একই সাথে ঈমান-আক্বিদা, মুসলিম সভ্যতা-সংস্কৃতি -ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজতে দেশের মুসলমানদেরকে সচেতন করতে কাজ করে যাবে। পাশাপাশি ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন জারি রেখে যাবে। কোনো রাজনৈতিক লক্ষ্যে হেফাজতে ইসলামের কর্মসূচি পরিচালিত হবে না। কিন্তু রাজনৈতিক ইস্যুর আড়ালে ইসলামকে টার্গেট করা হলে হেফাজতে ইসলাম সর্বস্তরের মু’মিন- মুসলমান তথা নবীপ্রেমিক- ইসলামপ্রিয় জনতাকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে।
বিবৃতিতে আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) আরো বলেন- ঈমান-আকিদার হেফাজত এবং দেশের শান্তি-শৃঙ্খলা- সামাজিক সম্প্রীতি ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার স্বার্থেই ২০১৩ সালে হেফাজতে ইসলাম ঐতিহাসিক ১৩ দফা দাবি উত্থাপন করেছিল। হেফাজতের এসব দাবির প্রতি দলমত নির্বিশেষে দেশের গণমানুষের সমর্থন ও আস্থা লংমার্চ ও ঢাকা অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে বার বার প্রমাণিত হয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিবৃতির শেষ পর্যায়ে তিন বলেন- হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) প্রায় সবসময়ই বলতেন- -হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না- ক্ষমতার মসনদে বসবে না। হেফাজত ক্ষমতায় যেতে কারো সিঁড়ি হিসেবেও ব্যবহৃত হবে না। তবে হেফাজতের ঈমান-আকিদার নীতি-আদর্শকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার মসনদে থাকতেও পারবে না”। প্রতিষ্ঠাতা আমিরের এই দর্শন কঠোরভাবে অনুসরণ করে যেতে কোনরূপ ছাড় না দেওয়ার উপর সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দৃঢ় প্রত্যয় থাকা কর্তব্য। সংগঠনের ব্যানার ও পদবি ব্যবহার করে হেফাজতের এসব নীতি-দর্শন থেকে কোন নেতাকর্মীর বিচ্যুত হওয়ার সুযোগ নেই। তবে হেফাজতের পদ-পদবী- ব্যানার ও কর্মসূচির বাইরে যার যার পছন্দের বৈধ ক্রিয়াকলাপ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হেফাজত কাউকে বাধা দেয় না।