
অনলাইন ডেস্ক:
ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।
রোববার স্থানীয় সময় ২ নভেম্বর রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে তিনটি কফিন গ্রহণ করে ইসরায়েলি সামরিক বাহিনী—আইডিএফ।
তেল আবিব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলে নেয়া হবে।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৭ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। বিনিময়ে ২২৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল।
চুক্তি অনুযায়ী, এখনো উপত্যকায় আটজন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ রয়ে গেছে।
ইসরায়েল অভিযোগ করেছে, মৃত জিম্মিদের ফেরত দিতে হামাস অত্যন্ত ধীরগতি দেখাচ্ছে।
অন্যদিকে, হামাসের দাবি—গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

























