
মোঃ আবু তৈয়ব হাটহাজারী চট্টগ্রাম ( প্রতিনিধি)
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে হাটহাজারীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধলই ইউনিয়নে এনসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মাস্টার এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউছুফ বিন আবু বকর।
বক্তব্য রাখেন, কৃষি শ্রমিক ইউনিয়ন হাটহাজারীর সভাপতি বাদশা মিয়া, ফটিকছড়ি উপজেলা সভাপতি লোকমান হোসেন চৌধুরী, রাউজান উপজেলা সভাপতি আবদুস শুক্রর, হাটহাজারী উপজেলা সেক্রেটারী আবু তাহের চৌধুরী।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আলম চৌধুরী, আনোয়ার হোসেন, মীর আবছার, সাইফুল্লাহ খান।
সভায় ১০০ জন কৃষক ফরম পূরণ করে
কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের যোগদান করেন।
সভায় কৃষদের কল্যাণে বোরো মৌসুমে বিনা খরচে সেচের ব্যবস্থা করা, ন্যয্য মূল্যে সার সরবরাহ করা, পরিশুদ্ধ বীজ সরবরাহ ,কীটনাশক সরবরাহ করা ও বিনা সুদে ঋন প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানে হয়।