মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আগামী ৩০- ৩১অক্টোবর ও ১ নভেম্বর প্রত্যহ বুধবার দুপুর ২টা থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হতে যাচ্ছে।
উত্তর চট্টগ্রামের বৃহৎ এ তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হেফাজত
ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী- হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী- মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন ও আল্লামা মামুনুল হক।
প্রধান মুফাসিসর হিসেবে উপস্থিত থাকবেন- আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী- মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী ও মুফতী মুস্তাকুন্নবী কাসেমী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- শায়খ আহমদুল্লাহ- মুফতী সাখাওয়াত হোসাইন রাজী- মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মাওলানা আব্দুল বাতেন কাসেমী।
তাফসীর মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন- সংস্থাটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।
তিনি জানান- আমরা গত কয়েক বছর দেশের গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে করতে বাধ্য হয়েছিলাম। তবে এবার কোন বাঁধা নেই। আমরা আশাবাদী এবারের তাফসীর মাহফিলে পূর্বের যেকোন সময়ের চেয়ে তাওহীদি জনতার উপস্থিতি বেশি হবে।
আমাদের ঐতিহাসিক তাফসীর মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের দোয়া কামনা করছি!