
মো: আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৭২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
এ কর্মসূচীর আওতায় গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, মুগ, খেসারি, অড়হড় ও ফেলনের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ সময় কৃষকদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতার বিষয় উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় এবং অতিরিক্ত ১০০০ হেক্টর জমি রবি মৌসুমে চাষের আওতায় আনার লক্ষ্যে সবার সহায়তা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

























