
নয়ন হোসেন, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক উদ্যোগের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঠাকুরগাঁও জেলা শাখা।
আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) হরিপুর উপজেলার যাদুরানী বাজারের শিমুল মার্কেট সংলগ্ন এলাকায় এই স্বাস্থ্যসেবা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।
ক্যাম্পে আগত রোগীদের জন্য ছিল সাধারণ চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ নানামুখী স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও দন্ত রোগ, চর্ম ও যৌন রোগ, নাক-কান-গলা (ইএনটি), সার্জারি, শিশু, স্ত্রী ও প্রসূতি রোগ, চক্ষু, বক্ষ ব্যাধি, লিভার, মেডিসিন, বাত ও ব্যথা বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে আয়োজন করা হয় ব্লাড ক্যাম্পিং ও স্বেচ্ছা রক্তদান কার্যক্রম।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আব্দুর রাজ্জাক রুবেল, ডা. শাকির (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ), ডা. মারুফ, ডা. মিরাজ, ডা. নাঈম, ডা. শাকিল রহমান, ডা. মো. আব্দুল্লাহ আল, ডা. বাসন শাকির (শুভ) ও ডা. মোসাদ্দিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মো. আবুল কেনান।
এছাড়াও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু তাহের, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিয়ম, ২নং আমগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জমির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

























