
শওকত আলম, ককসবাজার:
সৌদি আরবের জেদ্দাস্থ বাহারায় ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের উদ্যোগে ২৮ নভেম্বর ২০২৫ তারিখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের ঐক্য, সমাজসেবা কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঈদগড় এলাকায় ৫০০ গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সামসুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব সাহাব উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন ঈদগড় সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ,সহ সভাপতি আমিনুল্লাহ,সাংগঠনিক সম্পাদক তবিউল আলম অনিক
,অর্থ সম্পাদক রবিউল আলম
,দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ ভুট্টো সহ সভায় সংগঠনের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের বিষয়ে সবাইকে সচেতন করতে হবে এবং প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
জেদ্দা প্রবাসী ঈদগড় ইউনিয়ন যুবদলের এই সভা প্রবাসীদের সামাজিক উদ্যোগ ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
























