
এস এম রনি,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক মো. রেজাউল করিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সোনারগাঁও উপজেলা বিএনপি ও সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মো. সালাউদ্দিন সালু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশাল জনসভায় এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে স্থানটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বক্তারা বলেন, “সামনে জাতীয় নির্বাচন, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।”
সভাপতি তার বক্তব্যে বলেন, “আমাদের দেশনায়ক তারেক রহমান জানেন, কাকে নমিনেশন দিলে সোনারগাঁওয়ে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। তাঁর নেতৃত্বেই সোনারগাঁওয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।”
বক্তারা আরও বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি সুন্দর রাষ্ট্র গড়তে তারেক রহমানের কোনো বিকল্প নেই।”














