
শওকত আলম, ককসবাজার:
সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে নাফ নদীর মোহনার ঘোলারচর–নাইক্ষ্যংদিয়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেন্টমার্টিন থেকে ছাড়ার পর স্পিডবোটটি নাফ নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়। এসময় বোটে থাকা আনুমানিক ৮–১০ যাত্রী পানিতে ছিটকে পড়ে। কাছাকাছি থাকা আরেকটি স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে।
তবে উদ্ধারকর্মীরা মরিয়ম খাতুন (৩৫) ও তাঁর পাঁচ বছরের শিশু কন্যা মাহিমাকে আর জীবিত অবস্থায় পাননি। তারা সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ—দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢেউ থাকা সত্ত্বেও স্পিডবোটগুলো নিয়ম–নীতির তোয়াক্কা না করে যাত্রী পরিবহন করছে। বোটটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলেও দাবি করেন তাঁরা।
এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। নিহত মা–মেয়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন অনেকে।
























