হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজন সোমবার উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপজেলা আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। এরপর ফিতা কেটে মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় উপজেলার তিনটি কলেজ ও ১০টি স্কুলের শিক্ষার্থী বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে তা প্রদর্শন করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।