
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় কয়লা,মদের চালান সহ ভারতীয় পাথর বাহী দুটি মিনি পিকআপ আটক করেছেন,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে,নারায়নতলা বিওপির টহল দল (২৫ নভেম্বর) ১২ ঘটিকার সীমান্ত পিলার ১২১৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কান্দিরগাঁও নামক এলাকা থেকে ৮০ ঘনফুট ভারতীয় পাথর এবং ২টি মিনি পিকআপ আটক করা হয়েছে।যার আনুমানিক মূল্য ৩০ লাখ,৯ হাজার,৬শত টাকা।
অপরদিকে,বাঁশতলা বিওপির টহল সীমান্ত মেইন পিলার ১২৩৪ এর নিকট হতে আনুমানিক ১শত,৫০ গজ অভ্যন্তরে,দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।যার মূল্য ৩০ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো.মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।