ওয়াহিদুর রহমান
প্রতিনিধি -সুনামগঞ্জ।।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬-মার্চ-শনিবার দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ-সময় জগন্নাথপুর সদর বাজারে অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে হাত দিয়ে মরচা গুড় বিক্রি করার দায়ে মা-বাবার দোয়া ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরকে ৩ হাজার টাকা অর্থ-দন্ডে দন্ডিত করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিন জানান,প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে পণ্যের প্রতিদিনের সঠিক মূল্য তালিকা লিখে প্রদর্শিত ও অস্বাস্থ্যকর পরিবেশ সহ কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।