
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
তিন সীমান্তে ভিন্ন ভিন্ন অভিযান: বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তেলিপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজিবির বিশেষ টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে মো. শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল (ফেনসিডিল) সিরাপ উদ্ধার করা হয়। আটক শরিফুল ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের মো. আ. রশিদের ছেলে।
পৃথক অন্য দুটি অভিযানে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্তের মাছানকুরা এবং রাত ৩টা ৩০ মিনিটে ফুলবাড়ীর শিমুলবাড়ী সীমান্ত থেকে ১৮.৩ কেজি ভারতীয় গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, ২০৬ বোতল ফেনসিডিল, ১৮.৩ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৯৬ হাজার ৪৫০ টাকা। ধৃত আসামিকে মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র-মাদক পাচার যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।” তিনি আরও জানান, সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

























