
মোঃ ফারুক মিয়া- সিলেট।।
লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়- তার কোনো তুলনা নেই। জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন।
তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।
এই উপলক্ষে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর -সোমবার- সিলেট মহানগরীর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত স্বপ্নের বিদ্যা নিকেতন প্রাঙ্গণে বিজয় দিবসের আলোচনা সভা ও কোমলমতি শিক্ষার্থীদের ও মানবিক কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা ও স্বপ্নের বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপ্রতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া- বিশেষ অতিথি ছিলেন রক্তদাতা ও তরুন সমাজকর্মী নাছিম আহমদ হিমু- দৈনিক আজকের বাংলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক ও রক্তদাতা মোঃ ফারুক মিয়া ফারুক-দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোটার মাহামুদুল হাসান নাঈম-ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা হাফিজ মাও. মো.ছালিম আহমদ খান- উপস্থিত ছিলেন সহ- সাংগঠনিক সম্পাদক শুভ দাস- সহ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া বেগম-প্রচার সম্পাদক মিনা বেগম-মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা-সহ-মহিলা সাম্পদক তাহমিনা আক্তার-সদস্য কর্নক
সত্যজিৎ,ইয়াছমিন বেগম-মাছুমা বেগম-নেওরিন বেগম-তামান্না বেগম-সুমাইয়া ইসলাম,সামিহা আক্তার তাহসিন।
বক্তারা বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম যেন ভুল পথে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মহান বিজয় দিবসে এটাই হউক আমাদের অঙ্গিকার।