প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৯:০৯ এ.এম
সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।।

মোঃ ফারুক মিয়া- সিলেট।।
লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়- তার কোনো তুলনা নেই। জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন।
তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।
এই উপলক্ষে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর -সোমবার- সিলেট মহানগরীর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত স্বপ্নের বিদ্যা নিকেতন প্রাঙ্গণে বিজয় দিবসের আলোচনা সভা ও কোমলমতি শিক্ষার্থীদের ও মানবিক কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা ও স্বপ্নের বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপ্রতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া- বিশেষ অতিথি ছিলেন রক্তদাতা ও তরুন সমাজকর্মী নাছিম আহমদ হিমু- দৈনিক আজকের বাংলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক ও রক্তদাতা মোঃ ফারুক মিয়া ফারুক-দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোটার মাহামুদুল হাসান নাঈম-ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা হাফিজ মাও. মো.ছালিম আহমদ খান- উপস্থিত ছিলেন সহ- সাংগঠনিক সম্পাদক শুভ দাস- সহ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া বেগম-প্রচার সম্পাদক মিনা বেগম-মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা-সহ-মহিলা সাম্পদক তাহমিনা আক্তার-সদস্য কর্নক
সত্যজিৎ,ইয়াছমিন বেগম-মাছুমা বেগম-নেওরিন বেগম-তামান্না বেগম-সুমাইয়া ইসলাম,সামিহা আক্তার তাহসিন।
বক্তারা বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম যেন ভুল পথে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মহান বিজয় দিবসে এটাই হউক আমাদের অঙ্গিকার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২