
মোঃ সাইফুল ইসলাম সিলেট প্রতিনিধি
“ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াইফারি” কোর্স দুটিকে ডিগ্রি বা সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভকারীরা সিলেট জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত কর্মী বৃদ্ধি ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে এই কোর্সগুলোর আনুষ্ঠানিক ডিগ্রি স্বীকৃতি চান শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, বর্তমানে এই ডিপ্লোমাগুলো উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাচ্ছে না, যা জাতীয় স্বাস্থ্য সেবার উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
মানববন্ধনে নার্সিং শিক্ষার্থী, মিডওয়াইফারি পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করে বলেন, “এই প্রশিক্ষণগুলোকে ডিগ্রি সমমান দেওয়া হলে পেশাদারিত্ব বাড়বে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ত্বরান্বিত হবে।