মোঃ সাইফুল ইসলাম সিলেট প্রতিনিধি
"ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি" এবং "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" কোর্স দুটিকে ডিগ্রি বা সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভকারীরা সিলেট জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত কর্মী বৃদ্ধি ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে এই কোর্সগুলোর আনুষ্ঠানিক ডিগ্রি স্বীকৃতি চান শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, বর্তমানে এই ডিপ্লোমাগুলো উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাচ্ছে না, যা জাতীয় স্বাস্থ্য সেবার উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
মানববন্ধনে নার্সিং শিক্ষার্থী, মিডওয়াইফারি পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করে বলেন, "এই প্রশিক্ষণগুলোকে ডিগ্রি সমমান দেওয়া হলে পেশাদারিত্ব বাড়বে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ত্বরান্বিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮