মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুলকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর আদিবাসী কলেজ চত্বরে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আব্দুল হান্নান সরকারের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এর আগে সিরাজগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য শরিফুল ইসলাম তাজফুলকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, কৃষি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক সুকুমার বসাক, আমেরিকার ক্যার্লিফোনিয়া রাজ্যের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম খান চৌধুরী, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাসুজ্জামান প্রমুখ।