মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বড় দিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে খ্রিষ্টান পল্লী গুল্টা আবে মারিয়া মিশন, মাধাইনগর ফাতেমা ও দোবিলা গীর্জায় রবিবার সকালে কেক কাটা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
প্রার্থনা পরিচালনা করেন গুল্টা আবে মারিয়া গির্জার পাল পুরোহিত ফাদার কার্লো বুদজি পিমে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গুল্টা খ্রিষ্টান পল্লীর সহ-সভাপতি নিখিল খা খা, তালম ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাছ-উজ-জামান, ইউপি সদস্য আব্দুল লতিফ, ড. আরোক টপ্ল্য, মি. রনি ফ্রান্সিস তির্কী, বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা) সিনিয়র সহ-সভাপতি জেমস বিপ্লব এক্কা প্রমূখ।
পরে গুল্টা খ্রিষ্টান পল্লীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া তাড়াশের খ্রিষ্টান অধূষ্যিত গ্রাম গুলোতে ধর্মীয় কীর্ত্তন, প্রার্থনা, শিশুদের মধ্যে উপহার সামগ্রী ও বিতরণ করা হয়েছে।