মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশের প্রত্যন্ত দেশীগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান
ও আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস ৬০ কে গুলি করে হত্যা করেছে
দুর্বত্তরা। শনিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধা ৭টায় ইউনিয়নের ভোগলমান বাজারের
চাররাস্তা মোড়ে ভিকটিমের ছেলের দোকানের সামনে ঘটনা ঘটে। কুদ্দুসের বুকের
দু’পাশে ৪টি গুলির চিহ্ন রয়েছে। হত্যা নিশ্চিত করে ২০/২৫ রাউন্ড ফাঁকা
গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে কুদ্দুস দেশীগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ছিলেন।
ঘটনাটি কারা ঘটিয়েছে সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের
ছেলে ভুগলমান বাজারের কীটনাশক ব্যবসায়ী রুহুল আমিনের দাবি তার বাবাকে
সর্বহারারা হত্যা করেছে। এদিকে, রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ
শুরু করেছে। গত বছরের ৫ জানুয়ারী তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে
চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়েও বিদ্রোহী প্রার্থী জ্ঞানেন্দ্রনাথের
কাছে হেরে যান আব্দুল কুদ্দুস। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধায় ভোগলমান
বাজারে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে অকালে প্রান হারান কুদ্দুস।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।
বুকের দু’দিকে প্রাথমিকভাবে তিন/চারটি গুলির চিহ্ন দেখা গেছে।’ পুলিশ
সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল মন্ডল বলেন, ‘ঘটনাটি ঠিক কারা ঘটিয়েছে, তা নিশ্চিত নয় পুলিশ।
হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ পিবিআই পুলিশের এসপি রেজাউল করিম জানান
ছায়া তদন্তে তাদের দু’টি ইউনিট
কাজ শুরু করেছে।’