
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পিএম গার্মেন্টস কারখানার শ্রমিকরা আজ সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বিকাল ৩টা ৩০ মিনিটে শ্রমিকনেতা মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোয়েটার এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর নেতৃত্বে শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ থেকে মিছিল সহকারে চাষাড়া বিকেএমইএ অফিসের সামনে এসে রাস্তা অবরোধ করে অবস্থান নেন।পরবর্তীতে বিকাল ৪টা ২২ মিনিটে, বিকেএমইএ জয়েন্ট সেক্রেটারি মোঃ গিয়াসউদ্দিন শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি শ্রমিকদের জানান যে,আগামীকাল ১১ নভেম্বর ২০২৫, বেলা ২টায় জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।এসময় শ্রমিকনেতা হাফিজ আহমেদ, সভাপতি, বাংলাদেশ সোয়েটার এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং জেলা প্রশাসকের প্রতি সম্মান দেখিয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার অনুরোধ করেন।
তার নির্দেশে শ্রমিকরা বিকাল ৫টা ১২ মিনিটে শান্তিপূর্ণভাবে অবস্থান ত্যাগ করে যার যার অবস্থানে ফিরে যান।
আগামীকাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমস্যার সমাধান হবে বলে শ্রমিক ও সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

























