
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম তাজকেরাতুল তাছকিয়া মহুয়া (১৪)। সে পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাইজপাড়া এলাকায় লোকমান মেম্বার এর পাকা একতলা বাড়িতে নিজ কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মহুয়া।সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে নাস্তার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























