
নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামুর তেচ্ছপুল এলাকায় সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
নিহত শিশু মোঃ কাজল (১২)। তিনি রামু উপজেলা কাওয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার বাসিন্দা জনাব নুরুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,
সোমবার ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে তেচ্ছপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, তবে ঘটনাস্থলেই শিশু কাজলের মৃত্যু হয়।

























