
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৩ জন গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে সাতজন নারী শ্রমিক রয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দিলখুশাবাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, দিলখুশাবাগ এলাকার সাভার গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটওয়্যার লিমিটেডে বিভিন্ন দাবিতে একদল শ্রমিক ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ ৮৭ জন শ্রমিকের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
























