Dhaka , Thursday, 3 July 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর মটরযান ক’র্মচা’রী শ্র’মিক ইউনিয়ন নি’র্বাচ’নে সাধারণ সম্পাদক পদে শ্রমিকদের পছন্দের প্রার্থী আলিউল আজিম সাবেক মেয়র মাহবুব খান ও তার ছেলে সিয়ামের ৩২৯ কোটি টাকা আ’ত্মসা’ৎ, দেশ ত্যা’গে নি’ষেধা’জ্ঞা রূপগঞ্জে ট্রা’ক চা’পা’য় অ’জ্ঞা’তনা’মা ব্যক্তির মৃ’ত্যু হাটহাজারীতে কৃষক সমা’বে’শ ন্য’য্য মূল্যে সা’র,বী’জ,কী’টনা’শক ও বিনা সু’দে ঋ’নে’র জো’র দা’বি হাসিনাকে ভারত থেকে ধ’রে এনে বি’চার করতে হবে— নাসিরুদ্দীন পাটওয়ারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী অ’গ্নিকা’ণ্ডে পু’ড়ে যায় বাড়িসহ নগদ ৫ লক্ষ টাকা এবং প’শুপা’খি  রামগঞ্জে ই’য়া’বা’স’হ যুবদল ক’র্মী আ’টক লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র নতুন কমিটি গঠন কাজল প্রেসিডেন্ট ও উজ্জল সেক্রেটারী কউকের নী’রবতা’য় কক্সবাজার হোটেল জোনে প্র’ভাবশা’লী সি’ন্ডিকে’টের অ’বৈ’ধ ব’হুত’ল নি’র্মা’ণ জো’রাল! নরসিংদী প্রকল্প জা’লিয়া’তির ৫২ লাখ টা’কা উ’দ্ধা’র, ২ ক’র্মচা’রী গ্রে’প্তার হালিশহরে কোটি টাকার ম’দ উ’দ্ধা’র, কিন্তু চো’রাচা’লানী রয়ে গেছে ব’হাল ত’বিয়’তে আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বাংলাদেশ নৌ’বাহি’নীকে সু’পারি’শ করেছে সরকার নৌ’পরি’বহন উপদেষ্ট রূপগঞ্জে প্রে’মিকা ও স্বা’মীর ছু’রিকা’ঘা’তে প্রে’মিক নি’হত গাকৃবিতে উচ্চফলনশীল অধিক লবণ সহিষ্ণু গমের নতুন জা’ত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন    রাজাপুরে সরকারি ৫টি গাছ বি’ক্রির অ’ভিযো’গ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তার বি’রু’দ্ধে নোয়াখালীতে ক’রো’নায় বৃ’দ্ধে’র মৃ’ত্যু নতুন অর্থবছরের প্রথমদিনেই ব’ন্দর জে’টিতে চার বিদেশি জাহাজ নোয়াখালীতে সা’পের কা’ম’ড়ে শি’শু’র মৃ’ত্যু সিলেট এমএজি ওসমানী মে’ডিকে’ল কলেজ ও হা’সপাতা’লে শি’শু বিভাগে বিশেষায়িত ক্লি’নিক চালু লালমনিরহাটে বিভিন্ন মা’মলা’র উনিশ আ’সা’মি গ্রে’প্তার  লালমনিরহাটের হ’ত্যা মা’মলা’র দুই আ’সামী’কে বগুড়া থেকে গ্রে’প্তার করেছে র‍্যাব মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চা’রা বিত’রণ শৌলজালিয়ায় আও’য়ামী লী’গ নে’তা চেয়ারম্যান রিপন ও প্যানেল চেয়ারম্যানকে মা’রধ’র নেত্রকোণার দুর্গাপুরে ক’মরে’ড অনিমা সিং’হে’র প্র’য়াণ দিবস উপলক্ষে স্মর’ন স’ভা পদ্মা সেতু দক্ষিণে প্রায় দেড় লাখ টাকার গাঁ’জাস’হ না’রী ও পু’রুষ আ’টক আদিতমারীতে পানিতে ডু’বে ১৮ মাস বয়সী শি’শুর মৃ’ত্যু  র‍্যাবের হাতে আ’ন্তঃজে’লা ডা’কা’ত দলের স’র্দার গ্রে’প্তার সীমান্ত এলাকায় ১৫ বিজিবির অ’ভিযা’নে বি’পুল প’রিমা’ণ অ্যা’ন্ড্রয়ে’ড মোবাইল ফোনের ডি’সপ্লে উদ্ধা’র ডাক বিভাগের কো’ষাগা’র ব্য’বস্থা’প’না ডিজিটাল রূ’পা’ন্তরে’র উদ্বোধন

সাবেক মেয়র মাহবুব খান ও তার ছেলে সিয়ামের ৩২৯ কোটি টাকা আ’ত্মসা’ৎ, দেশ ত্যা’গে নি’ষেধা’জ্ঞা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:03 pm, Wednesday, 2 July 2025
  • 18 বার পড়া হয়েছে

সাবেক মেয়র মাহবুব খান ও তার ছেলে সিয়ামের ৩২৯ কোটি টাকা আ’ত্মসা’ৎ, দেশ ত্যা’গে নি’ষেধা’জ্ঞা

 

মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার ছেলে যুবলীগ নেতা কে এম মাহমুদ হাসানের বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালতের যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তারাবোর সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার ছেলে কে এম মাহমুদ হাসান রুপালী ব্যাংক (মামলা নং ৯৬/১৯) থেকে ১৬৬ কোটি টাকা ঋণ নিয়েছেন (২০১৯ সাল), যা বর্তমানে ২০৯ কোটি টাকা হয়। এছাড়াও ২০১১ সালে সাউথইস্ট ব্যাংক থেকে তিন ধাপে ঋণ নেয় এই পরিবার।

সাউথইস্ট ব্যাংকের মামলা সূত্রে জানা যায়, ২১০১/২০১১-এ ৭৮ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা, ২১০২/২০১১-এ ৩ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা ও ২১০৩/২০১১-এ ২৭ কোটি টাকা ঋণ নেয়।

রূপালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক থেকে মোট ২৭৫ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করেন এই পরিবার। এছাড়াও বিশিষ্ট কাগজ ব্যবসায়ী মো. ইসহাক দুলালের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনে দুই বারে ১১ কোটি ৩ হাজার টাকা লোন নেন। এ ঘটনায় ইসহাক দুলাল দুটি মামলাও করেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক (মামলা নম্বর ১৪৭৪২/২১), এনআরবি ব্যাংক (মামলা নম্বর ৩৪৮৯,৩৪৯০,৩৪৯১/২০১২ এবং ৫৯৯০/২৩) ও রাজনৈতিক নানা মামলাসহ এই পরিবারের ১৪টি মামলা রয়েছে।

বর্তমানে এই লোনের টাকা পরিশোধ না করে আত্মসাৎ করে বাবা-ছেলে বিদেশে পালানোর পাঁয়তারা করছেন। পরে ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসহাক দুলাল একটি (মানিসুট মামলা নম্বর- ০২/২০২৪) মামলা করে আদালতে আবেদন করেন।

আদালত দরখাস্তের বিষয়বস্তু পর্যালোচনা করে, মাহবুবুর রহমান খান ও তার ছেলে কে এম মাহমুদ হাসানকে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য আদেশ প্রদান করেন কিন্তু বারবার সুযোগ প্রদানের পরেও আদালতে স্বশরীরে হাজির না হওয়ার বিষয়টি আদালতের নিকট সন্দেহের উদ্যেগ ঘটায়।

সবকিছুর পরিপেক্ষিতে গত রবিবার আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার ছেলে যুবলীগ নেতা কে এম মাহমুদ হাসান সিয়ামকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালতের যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস।

ভুক্তভোগী ব্যবসায়ী ইসহাক দুলাল বলেন, ‘মাহবুব ও ছেলে সিয়াম ছিলো ফ্যাসিস্ট সরকারের দোসর। স্থানীয় সাবেক মন্ত্রী ও তার ছেলের সকল অবৈধ কার্যকলাপের সুবিধাভোগী এই বাবা ও ছেলে। জুলাই আন্দোলনে শত শত কোমলমতি ছাত্রদের ওপর হামলা ও গুলির নির্দেশদাতা ছিলেন এই বাবা-ছেলে। এদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ একাধিক থানায় মামলাও রয়েছে।

তিনি আরও বলেন, ‘সরকার পতনের পর বাবা-ছেলে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো আশ্রয় না পেয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করেন। দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তাই দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার অনুরোধ রইল।’

প্রসঙ্গত, প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের তারাব পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

দুর্গাপুর মটরযান ক’র্মচা’রী শ্র’মিক ইউনিয়ন নি’র্বাচ’নে সাধারণ সম্পাদক পদে শ্রমিকদের পছন্দের প্রার্থী আলিউল আজিম

সাবেক মেয়র মাহবুব খান ও তার ছেলে সিয়ামের ৩২৯ কোটি টাকা আ’ত্মসা’ৎ, দেশ ত্যা’গে নি’ষেধা’জ্ঞা

আপডেট সময় : 08:33:03 pm, Wednesday, 2 July 2025

সাবেক মেয়র মাহবুব খান ও তার ছেলে সিয়ামের ৩২৯ কোটি টাকা আ’ত্মসা’ৎ, দেশ ত্যা’গে নি’ষেধা’জ্ঞা

 

মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার ছেলে যুবলীগ নেতা কে এম মাহমুদ হাসানের বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালতের যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তারাবোর সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার ছেলে কে এম মাহমুদ হাসান রুপালী ব্যাংক (মামলা নং ৯৬/১৯) থেকে ১৬৬ কোটি টাকা ঋণ নিয়েছেন (২০১৯ সাল), যা বর্তমানে ২০৯ কোটি টাকা হয়। এছাড়াও ২০১১ সালে সাউথইস্ট ব্যাংক থেকে তিন ধাপে ঋণ নেয় এই পরিবার।

সাউথইস্ট ব্যাংকের মামলা সূত্রে জানা যায়, ২১০১/২০১১-এ ৭৮ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা, ২১০২/২০১১-এ ৩ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা ও ২১০৩/২০১১-এ ২৭ কোটি টাকা ঋণ নেয়।

রূপালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক থেকে মোট ২৭৫ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করেন এই পরিবার। এছাড়াও বিশিষ্ট কাগজ ব্যবসায়ী মো. ইসহাক দুলালের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনে দুই বারে ১১ কোটি ৩ হাজার টাকা লোন নেন। এ ঘটনায় ইসহাক দুলাল দুটি মামলাও করেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক (মামলা নম্বর ১৪৭৪২/২১), এনআরবি ব্যাংক (মামলা নম্বর ৩৪৮৯,৩৪৯০,৩৪৯১/২০১২ এবং ৫৯৯০/২৩) ও রাজনৈতিক নানা মামলাসহ এই পরিবারের ১৪টি মামলা রয়েছে।

বর্তমানে এই লোনের টাকা পরিশোধ না করে আত্মসাৎ করে বাবা-ছেলে বিদেশে পালানোর পাঁয়তারা করছেন। পরে ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসহাক দুলাল একটি (মানিসুট মামলা নম্বর- ০২/২০২৪) মামলা করে আদালতে আবেদন করেন।

আদালত দরখাস্তের বিষয়বস্তু পর্যালোচনা করে, মাহবুবুর রহমান খান ও তার ছেলে কে এম মাহমুদ হাসানকে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য আদেশ প্রদান করেন কিন্তু বারবার সুযোগ প্রদানের পরেও আদালতে স্বশরীরে হাজির না হওয়ার বিষয়টি আদালতের নিকট সন্দেহের উদ্যেগ ঘটায়।

সবকিছুর পরিপেক্ষিতে গত রবিবার আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার ছেলে যুবলীগ নেতা কে এম মাহমুদ হাসান সিয়ামকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালতের যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস।

ভুক্তভোগী ব্যবসায়ী ইসহাক দুলাল বলেন, ‘মাহবুব ও ছেলে সিয়াম ছিলো ফ্যাসিস্ট সরকারের দোসর। স্থানীয় সাবেক মন্ত্রী ও তার ছেলের সকল অবৈধ কার্যকলাপের সুবিধাভোগী এই বাবা ও ছেলে। জুলাই আন্দোলনে শত শত কোমলমতি ছাত্রদের ওপর হামলা ও গুলির নির্দেশদাতা ছিলেন এই বাবা-ছেলে। এদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ একাধিক থানায় মামলাও রয়েছে।

তিনি আরও বলেন, ‘সরকার পতনের পর বাবা-ছেলে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো আশ্রয় না পেয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করেন। দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তাই দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার অনুরোধ রইল।’

প্রসঙ্গত, প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের তারাব পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।