মোঃ ফারুক মিয়া- সিলেট।।
সিলেটে ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে প্রকাশ্য দিবালোকে দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নির্মম ভাবে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব হত্যাকাণ্ডের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের -এসএমপি- সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে তাকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন -পিবিআই-।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আব্দুর রব জানান, সাদেক দস্তগীর কাউছারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তার আগে ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক পুলিশ আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেফতার করে । পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।