
আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন অপকর্ম বন্ধের চলমান অভিযান চলাকালে, মাদক সেবন করে অশ্লীল আচরণ করার অপরাধে, তিন মাদকসেবীকে আটক করে। আটক কৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
রবিবার -৬ এপ্রিল- দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ভূঁইয়াঘাট এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম।
পরবর্তীতে নিজেদের অপরাধ স্বীকার করায় আটককৃত আসামি বিজয়নগর উপজেলার শফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়া -২০- কে ৫ দিনের কারাদণ্ড। একই উপজেলার শাহজাহান মিয়ার ছেলে মাসুক মিয়া -২৫- কে ১০ দিন ও শরিফ মিয়া -২২- নামে একজনকে ৫ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানের ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে তিন জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ -৫- ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।