
মামুন মিঞা, ফরিদপুর:
বন্ধুদের সাথে বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কিশোরের নাম সাঈম শেখ (১৪)
সে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের উজ্জল সেখের পুত্র। উপজেলার চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাঈমের প্রতিবেশী জরিপের ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সাঈম আমার ছাত্র ছিল। সে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধার পরে নিজ বাড়িতে ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে (কারেন্ট)বিদ্যুতের তার সংযোগ করা ছিল। তখন হটাৎ (কারেন্ট)বিদ্যুৎ সংযোগে চলে আসলে সে বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাঈমকে মৃত ঘোষণা করেন।
সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল এসিস্ট্যান্ট সরজিত সরকার ঘটনা নিশ্চিত করে জানান, সন্ধা সাড়ে ৭ টার দিকে সাঈমকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

























