
তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলি) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র তোলার ছয় দিন পর একই আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে—তাহলে কি এ আসনে নির্বাচন করছেন না খালেদা জিয়া?
জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে গাবতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে বিএনপির দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন মোরশেদ মিল্টন।
এর আগে একই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দলীয় নেতারা মনোনয়নপত্র তুলেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও শাজাহানপুর নির্বাচনী প্রধান এনামুল হক শাহীন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন বহাল রয়েছে। আমরা নির্ধারিত নিয়মে মনোনয়ন জমা দেব। গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন আমাকে জানিয়েছেন,গুলশান অফিস থেকে তাকেও মনোনয়নপত্র তুলে রাখতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি।
নেতাকর্মীরা বলছেন, দলীয় কৌশলগত কারণে অতিরিক্ত মনোনয়নপত্র তোলা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় অফিস থেকেই।

























