
চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধায় অভিনব পদ্ধতিতে মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে ভারতীয় গাঁজা শরীরে বেঁধে নিয়ে যাওয়ার সময় ১৫ বিজিবি-র হাতে ধরা পড়েছেন দুই নারী।
আটককৃত রোমিছা বেগম ও আছিয়া বেগম উভয়ই হাতীবান্ধার উত্তর ঝাউরানী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, ঝাউরানী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ ঝাউরানী এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই নারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে নারী বিজিবি সদস্যদের সহায়তায় তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের পরনের কাপড়ের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সংবাদ মাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের সাথে অন্য কোনো চক্র জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

























