
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকার ভারতীয় একটি চা বাগানে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে যাওয়ায় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ-।
শুক্রবার -২ মে- রাতে এই বিষয়টি হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবি- লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন।
আটক দুই বাংলাদেশি হলেন– লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গটিয়ারভিটা এলাকার মো. মোস্তাফিজের ছেলে মো. মাহফুজ ইসলাম ইমন -১৬- ও বগুড়া জেলার বকুল –মহাস্থান- ইউনিয়নের মো. সাইফুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম -২২-।
বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় উল্লিখিত দুই বাংলাদেশি তিস্তা ব্যাটালিয়ন -৬১ বিজিবি- এর অধীন ধবলসূতি বিওপির সীমান্ত পিলার-৮২৫/১-এস এর কাছাকাছি একটি ভারতীয় চা বাগানে টিকটক ভিডিও ধারণ করতে যান। সে সময় ভারতের ২০ থেকে ২৫ গজ ভিতর তাদেরকে আটক করে বিএসএফ।
পরে স্থানীয়রা ধবলসুতি ক্যাম্প বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা বিএসএফের সাথে যোগাযোগ করেন। তখন বিএসএফ বিষয়টি নিশ্চিত করে। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের ও ভিডিও ধারণের দায়ে আটক করা হয়েছে বলে জানায় বিএসএফ।
পরে স্থানীয়রা ধবলসুতি ক্যাম্প বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা বিএসএফের সাথে যোগাযোগ করেন। তখন বিএসএফ বিষয়টি নিশ্চিত করে। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের ও ভিডিও ধারণের দায়ে আটক করা হয়েছে বলে জানায় বিএসএফ।
বিজিবি আরও জানায়, তাদের হস্তান্তর বিষয়ে রংপুর-৬১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার ভারতের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সাথে যোগাযোগ করেছেন। তার অনুরোধে আটক ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আজ রাতেই পতাকা বৈঠক আহ্বান করা রয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা –ইউএনও- মো. জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠক আহ্বান করেছে। তাদেরকে আজ ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, আটক দুইজন সম্পর্কে মামা-ভাগিনা ও দুইজনই শিক্ষার্থী। ইমন এসএসসি পরীক্ষার্থী ও তার মামা সাজেদুল বগুড়া থেকে বেড়াতে এসেছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা –ইউএনও- মো. জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠক আহ্বান করেছে। তাদেরকে আজ ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, আটক দুইজন সম্পর্কে মামা-ভাগিনা ও দুইজনই শিক্ষার্থী। ইমন এসএসসি পরীক্ষার্থী ও তার মামা সাজেদুল বগুড়া থেকে বেড়াতে এসেছে।