
চঞ্চল,
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩ চারটি পৃথক অভিযান চালিয়েছে। এতে ৩৩৬ বোতল ফেন্সিডিল এবং ১৩১ বোতল ESKuf জব্দ করা হয়। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১২.১৫ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর ও সদর কোম্পানি রংপুরের একটি যৌথ দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী এলাকায় অভিযান চালায়। এ সময় ১৩১ বোতল ESKuf এবং ১ বোতল ফেনসিডিলসহ মোঃ আতিকুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই দিন সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটের আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সমোলা বেগম (৪৪) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সকাল ১১.২০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন জামালপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ হাবিবুর রহমান (৩৫) এবং আর জুমান (৫০) নামের দুইজনকে গ্রেফতার করে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর।
এছাড়া, ০৫/০৮/২০২৫ তারিখ দুপুর ৩.২৫ মিনিটে রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর বন্দর বাজার এলাকায় একটি পরিত্যক্ত মোটরসাইকেল থেকে ১৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।