
চঞ্চল,
সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান দুটিতে প্রায় ৫৭,১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামখানা (অনন্তপুর বিওপি) এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। অপরদিকে, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খামারভাতী (ঝাউরানী বিওপি) এলাকা থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উভয় অভিযানেই চোরাকারবারীরা বিজিবি টহল দলের ধাওয়া খেয়ে মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়।
১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি, জানান, উদ্ধারকৃত পণ্যগুলির সিজার মূল্য যথাক্রমে ৩৯,৬০০ টাকা (ইস্কাফ সিরাপ) এবং ১৭,৫০০ টাকা (গাঁজা)।
তিনি বলেন, ” যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

























