
চঞ্চল,
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এবং ‘মাদকমুক্ত তারুণ্য চাই, নেশামুক্ত সুন্দর জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২০২৫) সকাল ০৯:০০ টায় রেলওয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।
এই টুর্নামেন্টে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলা থেকে মোট ৫টি ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আদিতমারীর ফুটবল দল লালমনিরহাট সদর উপজেলার ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার এবং একটি সুস্থ জীবন যাপনের গুরুত্ব তুলে ধরেন।
























