
চঞ্চল,
লালমনিরহাটে পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে সোমবার ও মঙ্গলবার দুইদিনে মোট উনিশ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ।
মঙ্গলবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি -মোহাম্মদ নূরনবী ।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ১৯ জনের মধ্যে ০৮ -আট- জন চুরির সাথেজড়িত , ০২ -দুই-জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০১ -এক- জন নারী ও শিশু মামলার আসামী ও ৭ -সাত- জন মাদকসেবী।
সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “গ্রেপ্তারের পর আসামীদের মধ্যে ১৮ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় । আর একজনকে ভ্রাম্যম্যান আদালত একমাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।