
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
গত শনিবার-১৯ এপ্রিল- লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ চলাকালে ১১টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে।
এি ঘটনায় লালমনিরহাট সদর থানা পুলিশ ৮টি মোবাইল উদ্ধার করে ও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রবিবার -২০ এপ্রিল- তথ্যটি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা– ওসি- মোহাম্মদ নূরনবী।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হালিমপুর ইউনিয়নের মৃত সাফি মিয়ার ছেলে মো. রিয়াজ মিয়া -২৮- একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম -২৯- ও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দা এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে মো. রিংকু ইসলাম ওরফে রাসেল -২৮-।
ভুক্তভোগী ও কালীগঞ্জ থেকে আসা আব্দুল মোতালেব বলেন, “আমির সাহেব যখন স্টেজ থেকে নামেন তখন আমার মোবাইল চুরি যাওয়ার বিষয়টি টের পাই। আমি কালীগঞ্জ থানায় যাওয়ার পর সেখান থেকে আমাকে সদর থানায় আসতে বলা হয়। এখানে আমার মোবাইল ফেরত পাই। চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।“
সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “১০-১৫ জনের একটি চোরচক্র জামায়াতের আমীরের সমাবেশে মোবাইল চুরির পাঁয়তারা করছে এই খবর পেয়ে সিভিল পোশাকে পুলিশ মোতায়েন করা হয়। যাদের মোবাইল চুরি গেছে তাদের অভিযোগের প্রেক্ষিতে সেখান থেকে আমরা টিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পাশাপাশি তাদের কাছ থেকে ৮টি মোবাইল উদ্ধার করি। চুরি যাওয়া মোবাইলগুলোর মধ্যে ৬টির মালিককে শনাক্ত করতে সক্ষম হই। সেগুলো হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।“