
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নওদাবাস ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদিউজ্জামান নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার -৫ এপ্রিল- দুপুরে ওই ইউনিয়নের কেতকীবাড়ী এলাকায় অবস্থিত নিহত বদিউজ্জামানের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার রাতে বদিউজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন ।
তিনি জানান, বদিউজ্জামান কেতকীবাড়ী এলাকার মৃত আবু তালেবের ছেলে। তিনি শনিবার বাড়ির পাশে অবস্থিত নিজস্ব সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন।সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বদিউজ্জামান। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন।
উল্লেখ্য, সংবাদটি রাতে পাওয়ায় হাতীবান্ধা থানার পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

























