
আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার -১০ সেপ্টেম্বর- ভোর ৩.৪৫ মিনিটের দিকে উপজেলার চকবাদেকুল পাড়া নামক এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-১-রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মো. মুনছার আলীর ছেলে মো. জিয়া -৪৫-২-মো. আশরাফুল ইসলাম -২৭-।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকবাদেকুল পাড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানার পুলিশ। অভিযান চলাকালে থানার পুলিশ একটি কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ১৯-৮৬১৪- সন্দেহ ভাজন ভাবে আটক করে তল্লাশিকরে । এসময় প্রাইভেট কারের ভিতরে থাকা ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. জিয়া -৪৫- মো. আশরাফুল ইসলাম -২৭- কে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. নাছিম আহমেদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে তাদের আদালাতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।