
আবু তালেব
লালপুর – নাটোর – প্রতিনিধি।।
নাটোরের লালপুরে আব্দুলপুর জংশন স্টেশনে ৪টি এক্সপ্রেস ট্রেন স্টপিজের দাবীতে রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব মুনির হোসেন এর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে আব্দুলপুর জংশন স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব মুনির হোসেন পরিদর্শনে আসলে লালপুর ও বাগাতিপাড়াবাসীর আয়োজনের মধুমতি এক্সপ্রেস- রুপসা এক্সপ্রেস- দ্রুতযান এক্সপ্রেস, ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন স্টপেজ এর জন্য স্মারকলিপি দেওয়া হয় ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আব্দুলপুর জংশন স্টেশনটি ঐতিহ্যবাহী লালপুর উপজেলা বিট্রিশ আমলে প্রস্ততকৃত প্রাচীন একটি রেল জনপথ। এ উপজেলায় প্রায় ৫ লক্ষ লোকের বসবাস। । স্টেশনে থাকায় প্রায় ২০ কিলোমিটার মধ্যে কোন বাসে যাতায়াতের ব্যবস্থা নেই । এতে অত্র এলাকার মানুষের যাতায়াতের জন্য ভোগান্তি পোহাতে হয়। লালপুর- বাগাতিপাড়া, বড়াইগ্রাম- বাঘা- ও চারঘাট উপজেলার মানুষ এই স্টেশন দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। স্টেশন সংলগ্ন আব্দুল সরকারি অনার্স কলেজ- করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়- আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের- পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের শিক্ষক- শিক্ষার্থী- অফিসার ও কর্মচারীগণ যাতায়াত করে থাকেন। এছাড়াও স্টেশন থেকে ৫কিলোমিটার মধ্যে রয়েছে- নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডের- লালপুর উপজেলা পরিষদ- বাগাতিপাড়া উপজেলা পরিষদ- কাদিরাবাদ সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- গ্রীন ভ্যালী পার্কসহ গুরুত্বপূর্ণ স্হাপনার শিক্ষক- শিক্ষার্থী- অফিসার ও কর্মচারীরা যাতায়াত করে থাকেন । উপ সচিব মুনির হোসেন পরিদর্শনের সময় অত্র এলাকাবাসী- যাত্রী ছাওনী- ওভারব্রিজের ছাওনি- ডিফ টিউওয়েল- ফ্লোর মেরামতসহ অন্যান্য দাবি করেন- তা দ্রুত বাস্তবায়নের ইঞ্জিনিয়ার কে নির্দেশ দেন। চারটি ট্রেনের স্টপেজের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বানিজ্যিক কর্মকর্তা এ- কে- এম নুরুল আলম -ইঞ্জিনিয়ার আবু জাফর- আব্দুলপুর জংশনের স্টেশন মাষ্টার জিয়া উদ্দিন মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন- ৩নং চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, লালপুর থানা বি এন পির যুগ্ন আহবায়ক আরিফুর রহমান মাষ্টার- লালপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক নাজির উদ্দিন বাবু- ফিরোজ হোসেন মিল্টন-সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আসলাম হোসেন, আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আ: মালেক- সহকারী শিক্ষক- জাহিদুল ইসলাম- সাবেক ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনসহ প্রমুখ।