
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনের ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জেএসডিসহ ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ, এনপিপির সেলিম মাহমুদ এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বৈধদের তালিকায় রয়েছেন, বিএনপির শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, এনসিপির মাহবুব আলম, এনডিএমের আলমগীর হোসেন, বাসদের মো. বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মো. কাউছার আলম।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতে ইসলামীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন, নাগরিক ঐক্যের মোহাম্মদ রেজাউল করিম, জাকের পার্টির তসলিম, বাংলাদেশ সুপ্রীম পার্টির ইব্রাহীম মিয়া।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রার্থীরা হলেন, বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম, জাতীয় পার্টির একেএম মহিউদ্দিন, এলডিপির মো. শামছুদ্দিন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেএসডির তানিয়া রব, জামায়াতের ইসলামীর এআর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, গণ অধিকার পরিষদের মো. রিদওয়ান উল্লাহ।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের ৪ টি আসনের ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

























