মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত দাবি পূরণ হয়েছে।শিক্ষার্থীদের জননী বাসে হাফ ভাড়ার ব্যবস্থা চালু হয়েছে। আজ ৫ জানুয়ারী সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থী প্রতিনিধি- বাস মালিক সমিতি এবং প্রশাসনের সমন্বয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈধ স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা জননী বাসে হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে শুক্রবার এই সুবিধা কার্যকর থাকবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা জানান- শিক্ষার্থীদের আর্থিক সুরাহা এবং সমতার ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। যদি হাফ ভাড়া নিয়ে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হন- তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ‘রামগঞ্জ অভিযোগ বক্স- বা পেইজ ‘রামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এ অভিযোগ জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব।
এই উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াতের খরচ কমিয়ে তাদের শিক্ষাজীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এর কার্যকর বাস্তবায়ন আশা করছেন।