
পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিনসিটির চারতলা ভবনের জানালা থেকে লাফ দিয়ে রুশ নাগরিক এক নারীর মৃত্যু হয়েছে বলে প্রথমিকভাবে খবর পাওয়া গেছে।
শনিবার -৪ ডিসেম্বর- ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত পোশতারুক সেনিয়া -৪০- রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঘটনার পরপরই গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
গ্রিনসিটি সূত্রে জানা যায়- ওই রুশ নারী এবং তার স্বামী একই ফ্লাটে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটি সদস্যরা তাদের অফিসে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।