
মোঃ আবু কাওছার মিঠু,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৩ ডিসেম্বর শনিবার রূপগঞ্জ মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। কমূসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও আলোচনা সভা। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীরমুক্তিযোদ্ধা সোনামিয়া, বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক প্রমুখ।
পরে বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা নিয়ে তাঁরা উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকার উপকন্ঠ রূপগঞ্জ হানাদার মুক্ত হয়। এ দিন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর রূপগঞ্জ ছেড়ে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা ও ঢাকার অভিমুখে পালিয়ে যায়। ফলে হানাদার মুক্ত হয় রূপগঞ্জ।

























