মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের হাটাবোতে অবৈধ শিশু খাদ্যপন্য উৎপাদন- বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি -পূর্বাচল রাজস্ব সার্কেল- ও নির্বাহী ম্যাজিস্টেট উবায়দুর রহমান সাহেল। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশুখাদ্য পন্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্টেট। তবে অভিযানের খবরে ম্যানেজার তানভীর- পরিচালক মোশাররফ পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করেনি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক -ঢাকা জোন- কর্মকর্তা সাফায়েত হোসেন- উপ পরিদর্শক -এসআই- ফরহাদ মিয়া- দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক- দাউদপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিএসটিআই আঞ্চলিক কর্মকর্তা – ঢাকা জোন- সাফায়েত হোসেন বলেন- কারখানার সবগুলো পন্য অবৈধ ও নিন্মামানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। শিশুদের জন্যে মৃত্যু ঝুঁকি আছে। তাই এটি বেআইনি। যার বিএসটিআইয়ের অনুমোদন নাই।
দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন- আমার পূর্ববর্তি চেয়ারম্যান ট্রেডলাইসেন্স দিয়েছেন- কারখানা আজ দেখলাম অবৈধ খাদ্যপন্য উৎপাদন হচ্ছে। তাই এমন কারখানা বন্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানাচ্ছি।
নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি -পূর্বাচল সার্কেল- রূপগঞ্জ উবায়দুর রহমান সাহেল অভিযান শেষে সাংবাদিকদের বলেন- দাউদপুরের হাটাবো এলাকায় অবৈধভাবে কারখানা পরিচালনা ও মরণঘাতী শিশু খাদ্য উৎপাদনের গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পন্য উদ্ধার ও ধ্বংস করেছি। পাশাপাশি মালিক ও কর্তৃপক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় কারনে এবং উপযুক্ত কাগজ পত্রাদি না দেখানোর কারনে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
এমন অন্য কোন প্রতিষ্ঠানেও অনিয়ম পেলে অভিযান অব্যাহত রাখবো।